বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী (আংশিক) থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিল শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।