ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিয়মের নির্দিষ্ট সংখ্যার বেশি নির্বাচনি ক্যাম্প স্থাপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এই জরিমানা করেন।মো. মোনাব্বর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন (আনারস প্রতীক) নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি নির্বাচনি ক্যাম্প স্থাপন করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে আকরাম হোসেনকে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১২(১) বিধি লঙ্ঘনে ৩২(১) বিধিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ও তার পক্ষের ব্যক্তিদের অতিরিক্ত নির্বাচনি ক্যাম্প সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।