সবশেষ এক দশক আগে (২০১৪ সালে) ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। এরপর ভারতের প্রাচীনতম দলটি ২০১৯ সালের নির্বাচনে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়ে। পেয়েছিল মাত্র ৫২ আসন। তবে এবা গা ঝাড়া দিয়ে উঠেছে কংগ্রেস। এবারের নির্বাচনে ১০০ আসন পাওয়ার পথে দলটি।
ভোটের সবশেষ ফল বলছে, একশ’র কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। এখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট দুই শতাধিক আসনে এগিয়ে। ইনডিয়া জোট গঠিত হয়েছিল ২০২৩ সালের জুন মাসে।এখন পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে।
ভারতের এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১ জুন। সেদিনই বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার দেওয়া বুথফেরত জরিপে এনডিএ জোটের বিপুল বিজয়ের কথা বলা হয়। তবে মোদির চারশ’ আসনে জয় পাওয়ার স্বপ্ন অনেকটা ফিকে হওয়ার পথে।